দ্বিপক্ষীয় সিরিজে গেইলের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

গতরাতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে ৩৯টি ছক্কা মেরেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ফলে কোন দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।


দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ডটি এতোদিন দখলে রেখেছিলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে সাত ম্যাচের সিরিজে ২৩টি ছক্কা মেরেছিলেন রোহিত। ঐ সিরিজের শেষ ম্যাচে ২০৯ রানের দানবীয় ইনিংস খেলেন তিনি। তার ১৫৮ বলের ইনিংসে ১৬টি ছক্কা ছিলো।

universel cardiac hospital


ছক্কার বিশ্বরেকর্ড গড়া দ্বিপক্ষীয় সিরিজে, ৪ ইনিংসে ২টি করে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরিতে ৪২৪ রান করেছেন গেইল। এটিও একটি রেকর্ড। পাঁচ ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন গেইল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে