সেই শামীমাকে নিয়ে স্বামী নেদারল্যান্ডসে বাস করতে চান

আন্তর্জাতিক ডেস্ক

আইএস বধূ শামীমা ও তার স্বামী
আইএস বধূ শামীমা ও তার স্বামী। ফাইল ছবি

জঙ্গি সংগঠন আইএসে যোগ দিয়ে যুক্তরাজ্য থেকে প্রত্যাখ্যাত আলোচিত শামীমা বেগমের স্বামী জানিয়েছেন, তিনি স্ত্রী-ছেলেকে নিয়ে নিজ দেশ নেদারল্যান্ডসে ফিরতে চান এবং সেখানেই বাস করতে চান।

২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে আইএসে যোগ দিতে যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়া যান শামীমা। সেখানে নেদারল্যান্ডসের নাগরিক ইয়াগো রিয়েডিজকের সঙ্গে পরিচয় হয় তার এবং তাকে বিয়ে করেন।

universel cardiac hospital

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াগো রিয়েডিজক এ কথা বলেন।

তিনি বিবিসির কাছে আইএসের হয়ে লড়াই করার কথা স্বীকার করেন। তবে তিনি জানান, পরবর্তীকালে আইএসের মাধ্যমে তিনি নিগৃহীত হন।

২৭ বছর বয়সি রিয়েডিজক বর্তমানে সিরিয়ার উত্তর-পূর্বে কুর্দি আটক কেন্দ্রে বন্দি রয়েছেন। নেদারল্যান্ডসে ফিরলে সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার কারণে তার ছয় বছরের জেল হবে।

বিবিসির মধ্যপ্রাচ্য প্রতিনিধি কুয়েনটিন সমারভিলেকে দেওয়া ওই সাক্ষাৎকারে রিয়েডিজক জানান, তিনি আইএসকে প্রত্যাখ্যান করেছিলেন এবং ওই সংগঠন ছাড়ার চেষ্টা করেছিলেন।

তিনি জানান, এ কারণে তাকে ডাচ গোয়েন্দা হিসেবে অভিযুক্ত করে রাকায় কারাদণ্ড দেওয়া হয় এবং নির্যাতন করা হয়।

রিয়েডিজক জানান, আইএস দুর্বল হয়ে পড়ার পর তিনি ও তার ১৯ বছর বয়সি স্ত্রী শামীমা বাগোজ থেকে পালিয়ে যান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে