আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণে বিশ্বব্যাংকের ১০ কোটি ডলার ঋণ

ডেস্ক রিপোর্ট

বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক। ফাইল ছবি

সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে বিশ্বব্যাংক ১০ কোটি ডলার (স্থানীয় মুদ্রায় ৮৪০ কোটি টাকা) ঋণ অনুমোদন দিয়েছে।

বিশ্বব্যাংকের ওয়াশিংটন কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।

বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন, আর্থিক প্রতিবেদন তৈরিতে দক্ষতা অর্জন এবং সরকারি আর্থিক সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ অর্থ ব্যয় করা হবে। সরকারি আর্থিক ব্যবস্থাপনার জন্য অ্যাকশন প্ল্যান ২০১৬-২১ অর্থবছরের আওতায় এ ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে পর্যায়ক্রমে সরকারি আর্থিক ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন হবে। বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডান্ডান চেন বলেন, গত দুই দশকে বাংলাদেশ সরকারি আর্থিক ব্যবস্থাপনায় উন্নতি করেছে। এ প্রকল্পটির মাধ্যমে সরকারি সংস্থাগুলোর নজরদারি এবং সেবা প্রদানের জন্য দক্ষতা বৃদ্ধিতে আরও সহায়তা করবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে