সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে বিশ্বব্যাংক ১০ কোটি ডলার (স্থানীয় মুদ্রায় ৮৪০ কোটি টাকা) ঋণ অনুমোদন দিয়েছে।
বিশ্বব্যাংকের ওয়াশিংটন কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।
বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন, আর্থিক প্রতিবেদন তৈরিতে দক্ষতা অর্জন এবং সরকারি আর্থিক সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ অর্থ ব্যয় করা হবে। সরকারি আর্থিক ব্যবস্থাপনার জন্য অ্যাকশন প্ল্যান ২০১৬-২১ অর্থবছরের আওতায় এ ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে পর্যায়ক্রমে সরকারি আর্থিক ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন হবে। বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডান্ডান চেন বলেন, গত দুই দশকে বাংলাদেশ সরকারি আর্থিক ব্যবস্থাপনায় উন্নতি করেছে। এ প্রকল্পটির মাধ্যমে সরকারি সংস্থাগুলোর নজরদারি এবং সেবা প্রদানের জন্য দক্ষতা বৃদ্ধিতে আরও সহায়তা করবে।