পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা না দিয়ে বিপাকে ভারত।

খেলা ডেস্ক

ছবি : সংগৃহিত

পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা না দিয়ে বড় বিপাকে পড়ছে ভারত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত আর আন্তর্জাতিক অলিম্পিক প্রতিযোগিতার আয়োজন করতে পারবে না ভারত।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক শুটিং বিশ্বকাপে পাকিস্তানের ক্রীড়াবিদ জিএম বসির ও খালিল আহমেদকে ভারত ভিসা না দেয়ায় এর বিরুদ্ধে সরব হয় পাকিস্তান শুটিং সংস্থা। ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আবেদন করে পাকিস্তান খেলোয়াড়রা।

এর ফলে ভারতের উপর খড়গহস্ত হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে, ভারত এখন থেকে আন্তর্জাতিক অলিম্পিকের কোনো খেলাই আয়োজন করতে পারবে না। 

অলিম্পিক কমিটি জানিয়েছে, ভারত নিয়ম ভেঙেছে। খেলাধুলোর মধ্যে রাজনৈতিক বিষয় টেনে আনা উচিত নয়। প্রত্যেক ক্রীড়াবিদকে সমান চোখে দেখতে হবে। 

ভারতকে চিঠি লিখে অলিম্পিক কমিটিকে জানাতে হবে যে, তারা সব প্রতিযোগীকে আসতে দিতে চায়। তার পরেই ভারত প্রতিযোগিতা আয়োজনের অনুমতি পাবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে