প্রবল চাপের মধ্যে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি।
আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের নাগপুরে ১০৭ বলে সেঞ্চুরি করেন ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। এটি কোহলির ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি।
অর্থাৎ ওয়ানডেতে শচীনের সর্বাধিক সেঞ্চুরির আরো কাছে পৌঁছে গেলেন কোহলি। ওয়ানডে ফরম্যাটে শচীনের ৪৯টি সেঞ্চুরি থেকে আর মাত্র ৯টি শতরান দূরে আছেন বিরাট। সেঞ্চুরির পর অবশ্য মনসংযোগ ধরে রাখতে পারলেন না অধিনায়ক। কমিন্সের শিকার হয়ে ১১৬ রানে সাজঘরে ফেরেন বিরাট।
কোহলি ফিরতেই আট বল বাকি থাকতেই ২৫০ রানে ভারতের ইনিংস গুটিয়ে যায়। ভারতের হয়ে কোহলি ছাড়া ব্যাট হাতে সম্মানজনক রান করেন বিজয় শংকর। ৪৬ রানের দামি ইনিংস খেলে কঠিন সময়ে নিজের জাত চেনান শংকর।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে গত ১০ বছরে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন কোহলি। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন কোহলি।