নিজের ফোনের অনেক কিছু যাতে চাইলেই অন্য কেউ দেখতে না পায় সেজন্য লক-আনলক ফিচারটি ব্যবহার করা হয়ে থাকে। এই ফিচারটি যেমন তথ্য ফাঁস হওয়া থেকে রেহাই দেয় তেমনি মাঝে মাঝে বিপদেও ফেলে দেয়। কেননা পাসওয়ার্ড ভুলে গেলেই বাড়ে বড় বিপত্তি। তাই যদি জানা থাকে পাসওয়ার্ড ভুলে গেলেও ফোন আনলক করার সহজ পদ্ধতি তাহলে তেমন করে অসুবিধিায় পড়ার আর সুযোগটা থকিবে না। দেখে নিন কিভাবে পাসওয়ার্ড ভুলে গেলেও ফোন আনলক করবেন।
নিজের ফোন বা PC থেকে ওপেন করুন https://myaccount.google.com/find-your-phone-guide৷ এরপর ফোনের সঙ্গে লিঙ্ক থাকা গুগল অ্যাকাউন্টে লগ-ইন করুন৷ লগ-ইনের পর তালিকাতে থাকা ডিভাইসটিকে আনলক করার জন্য বেছে নিন৷
‘Lock your phone’ অপশনটিকে সিলেক্ট করে নতুন একটি পাসওয়ার্ড দিন৷ যেটি রিপ্লেস করবে আপনার ফোনের পুরনো পিন, প্যার্টান অথবা পাসওয়ার্ডটিকে৷ এবার ক্লিক করুন ‘Lock’অপশনে৷ এরপর নতুন পাসওয়ার্ড ব্যবহার করে সেট করুন নতুন পিন অথবা প্যার্টানকে৷
Android Device Manager ছাড়াও রইল ফোন আনলকের আরও একটি উপায়৷ Google Assistant সঠিকভাবে সেট করার পর একটি অপশন আসবে ‘Unlock with voice’৷ ফিচারটি কাজ করবে আগে থেকে রেকর্ড থাকা ভয়েসের উপর৷ স্মার্টফোন আনলক করতে ফিচারটি অন থাকাকালীন বলুন ‘Ok Google’৷ ব্যাস তাহলেই এক নিমেষে আপনার ফোন হয়ে যাবে আনলক৷