আবহাওয়া অফিস দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টির কারণে চলতি মাসে আকস্মিক বন্যার আভাস দিয়েছে। আবার এ মাসে দাবদাহ হতে পারে বলেও জানিয়েছে পূর্বাভাস দেওয়া সরকারের একমাত্র সংস্থাটি। দেশের কোথাও কেথাও শিলাবৃষ্টিসহ কালবৈশাখিও বয়ে যেতে পারে।
চলতি মার্চ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু ও মাঝারি ধরনের দাবদাহ হতে পারে। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আকস্মিক বন্যাও হতে পারে।
আবহাওয়া অফিসের কর্মকর্তা আবদুর রহমান জানান, আজ মঙ্গলবার এবং কাল বুধবার দেশের বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি। পশ্চিমা লঘুচাপের প্রভাবে আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টি ঝরতে পারে। গতকাল সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।