জাতীয় ফুটবল দল কম্বোডিয়া যাচ্ছে আজ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহিত

আগামী ৯ মার্চ কম্বোডিয়ার রাজধানী নমপেনে স্বাগতিকদের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলবে লাল-সবুজ জার্সিধারী বাংলাদেশ ফুটবল দল। গত বছর ১০ অক্টোবর কক্সবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিস্তিনের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ।

আজ বুধবার দুপুরে কম্বোডিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জেমি ডে’র শিষ্যরা। ২৩ ফুটবলারের সঙ্গে কোচ-ম্যানেজারসহ অফিসিয়াল যাচ্ছেন ৮ জন।

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

ছুটি কাটাতে জেমি ডে ইংল্যান্ড থাকাকালীন ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাফুফে। সেই তালিকা থেকে ৪ জনকে বাদ দিয়েছেন জেমি ডে। বাদ পড়াদের উল্লেখযোগ্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আবাহনীর মিডফিল্ডার মামুনুল ইসলাম।

বাদ পড়া অন্য ৩ জন হচ্ছেন আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা, আরামবাগের মিডফিল্ডার আরিফুর এবং আরামবাগের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল।

বাংলাদেশ দল :

গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো।

রক্ষণভাগ : তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া ও মনজুর রহমান মানিক।

মধ্যমাঠ : আতিকুর রহমান ফাহাদ, জামাল ভুঁইয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মো. সোহেল রানা, ইমন মাহমুদ বাবু ও বিপলু আহমেদ।

আক্রমণভাগ : নাবিব নেওয়াজ জীবন, রুবেল মিয়া, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ ও মোহাম্মদ ইব্রাহিম।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে