ব্রাহ্মণবাড়িয়ায় ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে যাচ্ছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং তাঁর সহধর্মীনি মাউশির সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
মোকতাদির চৌধুরী এমপির সহকারী আবু মুছা আনছারী বিষয়টি নিশ্চিত করে মত ও পথকে বলেন, গত ৪ মার্চ সোমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপত্রে সাক্ষর করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরে ক্যাম্পাস ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে সদর উপজেলার সুবিধাজনক কোনো জায়গায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পাওয়ায় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করছে।
পাশাপাশি অভিভাবকরাও আনন্দিত। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।