ভারতের জম্মু কাশ্মীরের বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জম্মুতে একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা হয়েছে। এতে কমপক্ষে ১৮ জন  আহত হয়েছেন। বাসের ভেতরে কেউ  ছিল কিনা তা এখনও জানান যায়নি।

আজ ৭ মার্চ, বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ এখন পুরো এলাকা  ঘিরে রেখেছে। হামলার বিষয়ে বিস্তরিত এখনো জানা যায়নি।                  

ঘটনাস্থল থেকে পাওয়া  ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যাচ্ছেন। 

সংবাদ সংস্থা এএনআইকে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ শুনে মনে হয়েছে অনেক বড় ঘটনা ঘটেছে।

পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, হামলার বিষয়টি খতিয়ে  দেখা  হচ্ছে। হামলাকারীরা পার পাবে না।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি এ রাজ্যের পুলওয়ামাতে জঙ্গি হামলায় নিহত হন ৪০ সেনাসদস্য। তার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এরই মধ্যে এই গ্রেনেড হামলার ঘটনা ঘটল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে