সুলতান মনসুর ‘অঙ্গীকার ভঙ্গ’ করেছেন

ডেস্ক রিপোর্ট

ছবি : সংগৃহিত

ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত না মেনে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর ‘রাজনৈতিক ছলনা’ ও ‘অঙ্গীকার ভঙ্গ’ করেছেন বলে মন্তব্য করেছে বিএনপি। আজ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, যারা অঙ্গীকার ভাঙে, তারা গণশত্রুতে পরিণত হবে। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের নেতা। তাঁর ব্যাপারে গণফোরামই সিদ্ধান্ত নেবে।

universel cardiac hospital

একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে জয়ী হন সুলতান মনসুর। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে শপথ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সুলতান মনসুর সেই সিদ্ধান্ত অমান্য করে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজমুল হক, অধ্যাপিকা সাহিদা রফিক, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, তাইফুল ইসলাম, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে