নির্বাচন কমিশন (ইসি) পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপার মুদ্রণ কাজে গতি আনতে ৪ ধরনের নির্দেশনা দিয়েছে।
ইসির ক্রয় ও মুদ্রণ শাখার সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদের ৭ মার্চ সই করা এক নথি থেকে এ তথ্য জানা গেছে।
নথিতে বলা হয়, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের সব পর্যায়ে ব্যালট পেপার মুদ্রণ ও বিতরণের জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। ব্যালট পেপার মুদ্রণ কার্যক্রমে গতি আনতে নিচের বিষয়গুলো পালন করতে নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।
চার নির্দেশনা :
(১) প্রতীক বরাদ্দের পর যথাসম্ভব দ্রুত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকার (ফরম-চ) পিডিএফ কপি ইন্টারনাল অ্যাকাউন্টসহ সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাতে হবে।
(২) প্রতীক বরাদ্দের পরের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকার মূল কপি (হার্ডকপি) ইসির ক্রয় ও মুদ্রণ শাখায় পাঠাতে হবে।
(৩) আদালতের রায়ের কারণে প্রার্থীসংখ্যা কমবেশি সংক্রান্ত সব তথ্য যথাসম্ভব দ্রুত সহকারী সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহিত করা এবং আদালতের রায়ের কপিসহ সংশোধিত ফরম-চ পাঠাতে হবে।
(৪) এ ছাড়া প্রার্থীর সংখ্যা কমবেশির বিষয়ে তাৎক্ষণিকভাবে সহকারী সচিবের (ক্রয় ও মুদ্রণ) মোবাইলে এসএমএসের মাধ্যমে জানাতে হবে।