ওয়েলিংটন টেস্টের প্রথম দিন বৃষ্টিতে পণ্ড

ক্রীড়া ডেস্ক

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শুক্রবার ভোরে মাঠে নামার কথা ছিলো বাংলাদেশের। তবে আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিলো এ দিন বৃষ্টির আশঙ্ক রয়েছে। বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যেতে পারে। শেষমেশ আবহাওয়ার পূর্বাভাসই ঠিক হলো। ওয়েলিংটনে প্রথম দিনে কোন বলই মাঠে গড়ালো না। জিতে গেলো বৃষ্টি। পরিত্যক্ত প্রথম দিন।

হ্যামিল্টনে প্রথম টেস্টে ইনিংস ও ৫২ রানে হেরেছিল বাংলাদেশ। তাই ওয়েলিংটন টেস্ট ছিল সফরকারীদের জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ। কিন্তু বৃষ্টি নাখোঁশ হয়ে দাঁড়ালো এ ম্যাচের শুরুতেই। আবহাওয়ার পূর্বাভাস বলছে দ্বিতীয় দিনেও হবে গুড়ি গুড়ি বৃষ্টি। আর তৃতীয় দিনেও রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা।

universel cardiac hospital

বৃষ্টির এ উৎসব যদি অব্যাহত থাকে তাহলে শেষ পর্যন্ত ড্র হতে যাচ্ছে বেসিন রিজার্ভ টেস্ট। বাংলাদেশকে তাই তাকিয়ে থাকতে হবে তৃতীয় ও শেষ টেস্টের দিকে। কারণ ক্রিকেটের জন্য অপয়া বৃষ্টি তো আর কোন পরিস্থিতি বোঝে না।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে