জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শুরু

সংস্কৃতি ডেস্ক

ছবি : সংগৃহিত

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শুরু হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজিত তিনদিনের ৩৮তম এ সম্মেলনের সূচনা হয়।

এসময় ‘আপন হতে বাহির হতে বাইরে দাঁড়া’ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন শিল্পীরা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অধিবেশনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল। প্রদীপ প্রজ্জ্বলন করেন ড. মুহম্মদ জাফর ইকবালসহ পরিষদের সংগঠকরা।

সম্মিলন পরিষদের সভাপতি সনজীদা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম।

এ সময় ‘আগুনের পরশমনি ছোয়ায় প্রাণে’ সমবেত সঙ্গীতের সঙ্গে নৃত্য সমবেত পরিবেশিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে ‘বিশ্ব ভরা প্রাণ’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিচালনায় ছিলেন লাইসা আহমদ লিসা এবং নৃত্য পরিচালনা করেন শর্মিলা বন্দোপাধ্যায়।

দুপুরে কিশোর বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রবিরশ্মিতে বক্তব্য দেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি।

সম্মেলক গান পরিবেশন করেন ময়মনসিংহ ও সিলেট জেলা। আবৃত্তি করেন হাসান আরিফ ও ডালিয়া আহমেদ। সমবেত নৃত্য ‘ভাবনা’ পরিচালনায় ছিলেন ‘সুদেষ্ণা স্বয়ংস্প্রভা’ ও মিতা বিশ্বাস।

একক সঙ্গীত পরিবেশন করেন ফেরদৌস আরা লিপি, মধুমিতা মৈত্র, শহীদুল ইসলাম টিটু, ছায়া কর্মকার, বুলবুল ইসলাম, লিলি ইসলাম, শাকিল হাসমি, অশোক সাহা, আকলিমা খাতুন, নীলোৎপল সাধ্য, তানিয়া মান্নান, দিবাকর বিশ্বাস, কৃষ্টি হেফাজ, সাধন ঘোষ, অনিরুদ্ধ সেনগুপ্ত, অভয়া দত্ত, নাঈমা ইসলাম নাজ, সুদীপ সরকার, স্টিভ তূর্য বাড়ৈ প্রমুখ।

তিন কবির গান পরিবেশন করেন ঝুমা খন্দকার, প্রমীলা চক্রবর্তী, শিবেষ কীর্তনীয়া, সুমন মজুমদার ও দেবলিনা সুর।

আগামীকাল শনিবার সকাল সাড়ে নয়টায় সাধারণ বিভাগের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল চারটায় প্রতিনিধি সম্মেলন এবং বিকাল পাঁচটায় রবীন্দ্রনাথের গানের ‘সজীব মূর্তি’ শীর্ষক সেমিনার এবং সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে