মানুষের মাথা কেনা যায় না : ড. কামাল

ডেস্ক রিপোর্ট

ড. কামাল
ড. কামাল। ফাইল ছবি

মানুষের মাথা কেনা যায় না, গরু-ছাগলের মাথা কেনা যায়। যারা গরু-ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল।

আজ শুক্রবার রাজধানীর মতিঝিলের ইডেন বিল্ডিংয়ে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গণফোরামের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।

universel cardiac hospital

ড. কামাল হোসেন বলেন, জনগণ কুশাসন থেকে মুক্তি চায়, মিথ্যার ওপর রাষ্ট্রও চলতে পারে না। দেশে সুস্থ রাজনীতির চাহিদা রয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেশের বেশিরভাগ মানুষ সুস্থ ধারার রাজনীতির পক্ষে। জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে সার্বক্ষণিক জনগণের সঙ্গে থাকলে অচিরেই সুস্থ ধারার রাজনীতি দৃশ্যমান হবে। এ রাজনীতি চর্চা হতে থাকলে অপরাজনীতি চিরতরে বিদায় নেবে।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান সাইদ, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক প্রমুখ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে