মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ২৫ শরণার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মেক্সিকোর দক্ষিণে কার্গো ট্রাক উল্টে এর ভেতরে থাকা ২৫ জন শরণার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে চিয়াপাস রাজ্যের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

universel cardiac hospital

চিয়াপাস রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, একটি পিকআপ ট্রাকের সঙ্গে কার্গো ট্রাকটির সংঘর্ষ হয়েছিল। এ ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছে।

গুয়াতেমালা সীমান্তের কাছে চিয়াপাসের দক্ষিণের রাজধানী তুক্সলা-গুতিয়েরেজ থেকে ৪১ কিলোমিটার উত্তর-পূর্বে মহাসড়কে সন্ধ্যার পর এই দুর্ঘটনা ঘটে। নম্বর প্লেট বিহীন কার্গো ট্রাকে অবৈধভাবে শরণার্থীদের বহন করা হচ্ছিল বলেও জানান কর্মকর্তারা।

তবে হতাহতরা কোন দেশের নাগরিক সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানাননি কর্মকর্তারা। তবে তারা মধ্য আমেরিকা থেকে আসা বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রসঙ্গত, মধ্য আমেরিকার বিভিন্ন দেশ বিশেষ করে গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভেদোর থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র প্রবেশের শরণার্থীদের  জন্য চিয়াপাস একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে ধারণা করছেন তদন্তকারীরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে