সাংবাদিকদের ভয় দেখাচ্ছে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

সংগৃহীত ছবি

রাফাল মামলার ঘটনা প্রকাশ হওয়ায় মোদি সরকার সংবাদমাধ্যমকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি বলেন, রাফাল মামলার নথি হারিয়ে যাওয়ার ঘটনা খুবই গুরুতর বিষয়। এটির তদন্ত করে দেখা জরুরি। গণতন্ত্রের জন্য সংবাদ মাধ্যমের বিরাট ভূমিকা আছে। ভারতের অন্যতম প্রবীণ সম্পাদক এন রামকে যেভাবে ভয় দেখানো হচ্ছে আমি তার প্রতিবাদ করছি। সাংবাদিকদের ভয় দেখানো খুবই লজ্জার বিষয়।’

গোটা বিষয়টিকে তামাশা বলে ব্যাখ্যা করে টুইটারে হিন্দিতে মমতা লেখেন, ‘দেশে কী অবস্থা চলছে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো জায়গা থেকে তথ্য চুরি হয়ে যাচ্ছে! এটা দেশের জন্য খুব বিপজ্জনক সময়। এই চুরির পেছনে কে আছে? ছুপা রুস্তমকে সেটা জানতে তদন্ত হওয়া উচিত।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে