উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গ ও প্রভাব খাটানোর অভিযোগে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজানের (৩৫) বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের নির্দেশনায় গত শুক্রবার (৮ মার্চ) লালমনিরহাটের আদিতমারী থানায় মামলাটি দায়ের করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আদিতমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈম।
এছাড়া প্রভাবমুক্ত ভোটের স্বার্থে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনও স্থগিত ঘোষণা করা হয়েছে।
আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা গণমাধ্যমকে জানান, মিজানুর রহমান সরকারি সুবিধাভোগী ব্যক্তি হয়েও আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত রফিকুল আলমের নৌকা প্রতীকে ভোট চান।
আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না।
আদিতমারী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক ইমরুল কায়েস গত ৬ মার্চ সিইসির কাছে মিজানুর রহমানের নামে সাধারণ ভোটার ও নেতাকর্মীদের হুমকি প্রদানের অভিযোগ করেন।
অভিযোগ আমলে নিয়ে ৮ মার্চ জরুরি বৈঠকে বসে প্রভাবমুক্ত নির্বাচনের স্বার্থে আদিতমারী উপজেলা পরিষদের ভোট স্থগিত ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা। একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন।