জরিপ মতে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বৈষম্যের শিকার মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে মুসলিম। ফাইল ছবি

অন্য যেকোনো ধর্মীয় সম্প্রদায়ের চাইতে মুসলিমরা বেশি বৈষম্যের শিকার হয় বলে মনে করে মার্কিনীরা। শুক্রবার প্রকাশিত একটি জরিপে এই তথ্য জানানো হয়।

মার্কিন রাজনীতি বিষয়ক পত্রিকা ও ওয়েবসাইট দ্য হিল এবং বাজার জরিপ ও কন্সাল্টিং সেবা দেয়ার প্রতিষ্ঠান হ্যারিস এক্স এই জরিপ পরিচালনা করে।

universel cardiac hospital

সমীক্ষায় দেখা যায়, ৮৫% মানুষ মনে করে মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছে। অন্যদিকে, ৭৯% মানুষ মনে করে ইহুদিদের বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে।

জরিপে অংশ নেয়া  প্রায় ৬১% মানুষ বলেন খ্রিস্টানরা বৈষম্যের শিকার হচ্ছেন, অন্যদিকে ৫৫% মানুষ বলেন অজ্ঞেয়বাদীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

এই সপ্তাহেই কংগ্রেসে ইহুদি-বিদ্বেষ, ইসলামভীতি এবং অন্যান্য ধরনের গোঁড়ামির নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করা হয়েছে।

কংগ্রেসের তিনজন সদস্যই এই বিল পাস হওয়ার ঘটনাকে বিভিন্ন দিক থেকে ‘ঐতিহাসিক’ আখ্যায়িত করে একে স্বাগত জানিয়েছেন।

‘আমাদের জাতির ইতিহাসে এই প্রথম মুসলিমবিরোধী গোঁড়ামিকে নিন্দা জানিয়ে কোনও প্রস্তাব পাস করা হলো,’ এক বিবৃতিতে বলেন, কংগ্রেস সদস্য ইলহান ওমর, রশিদা তালিব এবং আন্দ্রে কার্সন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে