ভূমি মন্ত্রণালয়ের ১৭ হাজার কর্মচারী সম্পদের হিসাব দিলেন

ডেস্ক রিপোর্ট

ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন ৫টি দপ্তর এবং ৬৪ জেলায় কর্মরত ১৭ হাজার ৫৭৬ জন কর্মকর্তা-কর্মচারী।

এর মধ্যে ১৭ হাজার ২০৮ জন তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করেছেন। বাকি ৩৬৮ জন কর্মচারী বিভাগীয় মামলায় সাময়িক বরখাস্ত এবং দীর্ঘমেয়াদি ছুটিতে থাকার কারণে সম্পদের বিবরণী দাখিল করতে পারেননি।

আজ শনিবার ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয়ের কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

সম্পদ বিবরণী দাখিল করায় মন্ত্রী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

ভূমিমন্ত্রী বলেন, এখন থেকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের কর্মসূচি চলমান থাকবে। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে পর্যায়ক্রমে ভূমি অফিস দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে।

মন্ত্রীর দায়িত্ব নিয়েই ভূমি অফিসের দুর্নীতি দূর করার প্রত্যয় ব্যক্ত করেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পদের হিসাব গ্রহণ ভূমিমন্ত্রীর প্রথম ৯০ দিনের নয়টি কর্মপরিকল্পনার মধ্যে অন্যতম ছিল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে