ইরানের ড্রোন দিয়ে হুথি বিদ্রোহীদের সৌদিতে হামলা!

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ড্রোন দিয়ে সৌদিতে হামলা। ছবি : সংগৃহিত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের আবদা বেসামরিক এলাকায় ড্রোন হামলা করেছে । তবে এটি ভূপাতিত করছে সৌদি আরবের বিমানবাহিনী।

ড্রোনটি ইরানের তৈরি বলে দাবি করছে সৌদি আরব। খবর আরব নিউজের।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এ ড্রোন হামলা চালানো হয়। এটি পরীক্ষা করে সৌদি জোট জানায়, এর বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে এটি ইরানি তৈরি।

জোটের মুখপাত্র কর্নেল, তুর্কি আল মালিকি ইরান সমর্থিত হুথি জঙ্গিদের সতর্ক করে বলেন, বেসামরিক লোকদের হামলার লক্ষ বন্ধ করতে হবে।

তিনি বলেন, হুমকি মোকাবেলায় জোট আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসরণ করে।

এদিকে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের আবাসিক এলাকায় হামলা করায় নিন্দা জানিয়েছে পাকিস্তান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে হামলার নিন্দা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতির মাধ্যমে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি যথাসময়ে ও সফলভাবে ভূপাতিত করায় তাদের প্রশংসা করেছে পাকিস্তান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে