‘বিশ্বকাপ স্কোয়াডে খুব বেশি পরিবর্তন থাকছে না’

ক্রীড়া ডেস্ক

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে দুই একদিনের মধ্যেই স্কোয়াড ঘোষণা করা হবে। তবে এ স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আসবে না বলে জানান বাশার। তিনি বলেন, ‘আপনারা হয়তো দুই একদিনের মধ্যেই স্কোয়াড পেয়ে যাবেন। পরিবর্তন না আসার কারণ হিসেবে তিনি বলেন- আপনারা জনেন আমাদের একটা মূল সেট-আপ আছেই। আমরা শুধু প্রাথমিক স্কোয়াডের জন্য নতুনদের অন্তর্ভুক্তি করেছি।’ এমনটাই জানিয়েছেন বিসিবি’র নির্বাচক প্যানেলের মেম্বার হাবিবুল বাশার সুমন।

বাশার আরো জানান, নতুনদের পেতে আমাদের ঢাকা লীগে ও অন্যান্য খেলায় নজর থাকবে। যেহেতু বিশ্বকাপের জন্য আইসিসি লম্বা একটা স্কোয়াড চায় আমরা তাই এটা করছি।

universel cardiac hospital

তিনি আরো বলেন, ‘দল যেমনই হোক, আমরা সবসময় একটা সুস্থ্য স্কোয়াড চাই। আমরা চাই দলের সবাই যেন সুস্থ্য থাকে।’

উল্লেখ্য, আগামী ৩০ মে ইংল্যান্ড-ওয়েলসে অনুষ্ঠিত হবে ১২ তম ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আসর। আর বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২রা জুন দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ দিয়ে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে