ভারতে নির্বাচনী তফসিল ঘোষণা, ৭ দফায় ভোট

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের নির্বাচন কমিশনার। ছবি : সংগৃহিত

ভারতের নির্বাচন কমিশন দেশটির ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। মোট ৭ দফায় হবে লোকসভা নির্বাচন। ভোট শুরু হবে ১১ এপ্রিল থেকে। মোট ৭টি দফায় হবে ভোটগ্রহণ। সবশেষে ২৩ মে ভোটগণনা হবে।

আজ রোববার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এ তথ্য জানান।

বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে এ বছরের ৩ জুন। সারা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচল প্রদেশে।

এই ঘোষণার সঙ্গেই সারা দেশে চালু হয়ে যাচ্ছে নির্বাচনী আচরণবিধি। ফলে নতুন কোনো প্রকল্পের ঘোষণা করতে পারবে না কেন্দ্র এবং রাজ্য সরকারগুলো।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে