এনআইডি ছাড়া চট্টগ্রাম সিলেট ও খুলনার ট্রে‌ন টিকিট দেয়া হচ্ছে না

ডেস্ক রিপোর্ট

ছবি : সংগৃহিত

জাতীয় পরিচয়পত্র ছাড়া চট্টগ্রাম সিলেট ও খুলনার কোনো ট্রেনের টিকেট দেয়া হচ্ছে না। আজ সোমবার (১১ মার্চ) থেকে এসব এলাকার অধিকাংশ ট্রেনে জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকেট কেনা বাধ্যতামূলক করা হয়েছে।

এ নির্দেশনার পর ২০ মার্চ ট্রেনের খুলনা, চট্টগ্রাম ও সিলেটের যাত্রীরা জাতীয় পরিচয়পত্র নিয়ে অগ্রিম টিকেট কিনতে আসছেন।

universel cardiac hospital

আগে থেকেই সোনার বাংলা ট্রেনে এ পদ্ধতি চালু ছিল। এখন থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ, মহানগর প্রভাতী, গোধূলি, তুর্ণা এক্স‌প্রেস ও ঢাকা সি‌লেট রু‌টের পারাবত এক্সপ্রেস, ঢাকা-খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস যাত্রার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকেট নিতে হচ্ছে।

এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট, ই-টি‌কে‌টিং ও‌য়েবসাইট, রেলও‌য়ের মোবাইল অ্যাপস ও স্টেশন কাউন্টারে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

রেলওয়ে জানায়, ট্রেনের টিকেট এর ক্ষেত্রে মূল টিকেট দেখানো বাধ্যতামূলক। টিকেটের কোনো ছবি গ্রহণযোগ্য নয়।

ই-টিকেট এর ক্ষেত্রে নিজস্ব আইডিতে সংগৃহীত টিকিটের প্রিন্ট কপি ছবিসহ পরিচয় পত্র বাধ্যতামূলক।

অন্যজনের আইডি দি‌য়ে কেনা টিকেটের ক্ষে‌ত্রে ট্রেন ছাড়ার আগে স্টেশন থেকে মূল টিকেট সংগ্রহ করতে। যাত্রীর মোবাইল ফোনের এসএমএস দেখিয়ে ট্রেনে ভ্রমণ করা যাবে না।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে