শতভাগ ভোট পেয়ে বিজয়ী কিম জং উন!

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

উত্তর কোরিয়ার জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন কিম জং উন এবং তাঁর দলের লোকেরা।

বাইরের কেউ দেশটিতে ভোট দিতে গেলে সে খুবই অবাক হত। কারণ সেখানে ব্যালট পেপারে ভোট শুধু একজনকেই দেওয়া যায়- নেই কোনো বিরোধী প্রার্থী। তবে নাগরিকদের ভোট দেওয়া বাধ্যতামূলক হওয়ায় নির্বাচনের ফলাফল যা হওয়ার তাই হয়েছে, শতভাগ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কিম ও তাঁর প্রার্থীরা।

universel cardiac hospital

ভোটাভুটিতে বিরোধী কোনো প্রার্থী ছিলনা। প্রতি ব্যালটে এক জনকেই ভোট দেওয়া যেত। ফলে বিজয়ী অনেকটা নির্ধারিতই। তিনি দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান। ২০১১ সাল থেকে ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া তথা গণপ্রজাতন্ত্রী কোরিয়ার শাসনদণ্ড তারই হাতে।

প্রতি পাঁচ বছর অন্তর নিয়ম করে পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচিত হয় ‘সুপ্রিম পিপল’স অ্যাসেম্বলি’ নামে আইনসভা। এটাকে প্রায়ই ‘রাবার স্ট্যাম্প আইনসভা’ হিসেবে আখ্যায়িত করেন বিশ্লেষকরা।

ভোটে জনগণ নিজেদের কোনো প্রতিনিধি বা নেতা নির্বাচন করেন না। কারণ ব্যালট পেপারে শুধু একজন প্রার্থীর নাম। ভোট পড়ার হার সর্বদাই শতভাগের কাছাকাছি। বিশ্লেষকরা বলছেন, এটাও এক ধরনের গণতন্ত্র। তবে কিম স্টাইলের।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে