একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সোমবার রাতে শেষ হয়েছে। অধিবেশনটি ছিল মোট ২৬ কার্যদিবসের।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন।
এর আগে আজ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এছাড়া বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সমাপনী বক্তব্য দেন।
এ অধিবেশন ছিল একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদের প্রথা ও সংবিধান অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেন। ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর ২৫ কার্যদিবসে সংসদ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধীদলের ১৯৪ জন ৫৪ ঘণ্টা ৫৭ মিনিট আলোচনা করেন।
আলোচনা শেষে আজ সোমবার ১১ মার্চ সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব সংসদে গৃহীত হয়।
এছাড়া প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি থেকে শুরু হয়ে সোমবার ১১ মার্চ পর্যন্ত মোট ২৬ কার্যদিবস চলে। এ অধিবেশনে ৫টি সরকারি বিল পাস করা হয়। ৭১ বিধিতে ৩২১টি নোটিশের মধ্যে ৩০টি গৃহীত ও ১৮টির ওপর আলোচনা হয়। ৭১ক বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ১৫৫টি।
এ অধিবেশনে সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সদস্যগণ অংশ নেন। এছাড়া অধিবেশনের প্রথম ১০ কার্যদিবসে প্রধানমন্ত্রী ৫০টি সংসদীয় কমিটি গঠন করে নজির স্থাপন করেন।
এ অধিবেশনেই রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের জন্য শোক প্রস্তাব নেয়া হয়।
এছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য ১১৪টি প্রশ্নের মধ্যে ৪৬টির তিনি উত্তর দেন। আর মন্ত্রীদের জন্য দুই হাজার ৩২৫টি প্রশ্নের মধ্যে এক হাজার ৭৩০টির উত্তর দেয়া হয়।