চরম আর্থিক বিপর্যয়ের সন্নিকটে নিউ ইয়র্ক

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহিত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঋণের চাপে জর্জরিত হয়ে পড়েছে। সাধারণ নাগরিকরা দলে দলে শহর ছেড়ে যাচ্ছেন। শহরটির সরকারি ব্যয় হয়ে উঠছে আকাশচুম্বী। ঋণ পরিশোধে অক্ষম হয়ে সম্পূর্ণ দেউলিয়া হতে চলেছে শহরটি। এমনটাই অভিমত অর্থনৈতিক বিশ্লেষকদের। 

নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, চরম আর্থিক বিপর্যয়ের সন্নিকটে নিউ ইয়র্ক। ৪০ বছর আগে আব্রাহাম বিম মেয়র থাকাকালীন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। 

অর্থনীতিবিদ মিল্টন এজরাটি নিউ ইয়র্ক পোস্টকে জানান, নিউ ইয়র্ক শহরের বাজেটে ঘাটতি রয়েছে। আর্থিক মন্দা দেখা দিলে খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে শহরটি। 

জানা গেছে, নিউ ইয়র্ক শহরের প্রতিটি বাড়ির দীর্ঘ মেয়াদি গড় ঋণ ৮১ হাজার ডলারেরও বেশি। 

সূত্র : ডেইলি মেইল 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে