অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশ সার্জেন্টের ৭ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট

কারাদন্ড
প্রতীকী ছবি

আদালত দুদকের করা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলায় পুলিশ সার্জেন্ট মো. আজাহার আলীকে সাত বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আজ মঙ্গলবার সৈয়দ কামাল হোসেন এ রায় ঘোষণা করেন।

universel cardiac hospital

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি রমনা থানায় এ মামলাটি করে দুদক।

দুদক আইন ২০০৪-এর ২৬(২) ধারায় দুই বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ডের টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

এ ছাড়া ২৭(১) ধারায় ৫ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ডের টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে