ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে ৪২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন মমতা বন্দোপাধ্যায়। এবার তিনি রাজনীতিতে নিয়ে আসছেন টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানসহ কয়েকজন অভিনেত্রীকে।
মঙ্গলবার (১২ মার্চ) তৃণমূল চমক দিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে কালীঘাটে মমতার বাসভবনে তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক হয়। সেখানে হাজির ছিলেন নির্বাচনী কমিটির ১২ জন সদস্য এবং দলের বিভিন্ন জেলার সভাপতিরা।
শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী নির্বাচনে সুগত বসু, সন্ধ্যা রায়, উমা সোরেন, ইদ্রিশ আলী, সুব্রত বক্সি অংশ নিচ্ছেন না। এবার ৪১ শতাংশ প্রার্থী নারী। এবারের প্রার্থী তালিকায় রয়েছে বেশ কিছু নতুন মুখ। নারী, সংখ্যালঘু, অভিনেতা ভারসাম্য রাখার চেষ্টা করে হয়েছে। তবে তালিকায় রাজনীতিকদের গুরুত্ব দেয়া হয়েছে বেশি।