মালয়েশিয়ায় ময়লার গন্ধে অসুস্থ ৩০০, বন্ধ ৩৪ স্কুল

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

কারখানার রাসায়নিক বর্জ্যের গন্ধে মালয়েশিয়ায় ৩৪টি স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আশপাশের ৩০০ জনের মতো মানুষ অসুস্থ হয়ে পড়লে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দেশটির শিক্ষামন্ত্রী মাজলি মালিক এই তথ্য জানিয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জোহরের পাসির গুডাং শহরে এ ঘটনা ঘটে। গত সপ্তাহে সেখানকার একটি নদীতে এক লরি শিল্পবর্জ্য ডাম্পিং করে ফেলার সময় থেকে এই সমস্যার শুরু। তবে সেখানকার শিল্পবর্জ্যে কী ধরনের বিষাক্ত গ্যাস রয়েছে, তা এখনো পরিষ্কার করা হয়নি।

শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, ওসব বর্জ্য ডাম্পিংয়ের সময় পোড়ানো হয়। এতে আশপাশের এলাকা বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে যায়। শিক্ষামন্ত্রী বলছেন, পরিস্থিতি ভীষণ খারাপের দিকে যাচ্ছে।

মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়, ৩০০- এর মতো অসুস্থ হয়ে পড়া এসব লোকের মধ্যে বহু শিশু রয়েছে।

শিক্ষামন্ত্রী মাজলি মালিক বলেছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপরই তিনি ওই এলাকায় থাকা ৩৪টি বিদ্যালয় বন্ধের নির্দেশ দেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে