রুবেল চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন

বিমানবন্দরে পুত্রের মাথায় চুমু খাচ্ছেন রুবেল

ব্রেন টিউমারের চিকিৎসা করাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। 

বৃহস্পতিবার বেলা ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

universel cardiac hospital

জানা গেছে, বিপিএল চলাকালীন সময়ে প্রায় রাতেই খিঁচুনি দেখা দিতো জাতীয় দলের স্পিনার রুবেলের শরীরে। এর জন্য কয়েকবার ডাক্তারের স্বরণাপন্নও হন ৩৭ বছর বয়সী এই  অলরাউন্ডার।

সদ্য শেষ হওয়া বিপিএলে খেলেছেন মাত্র ১টি ম্যাচ। ১ ফেব্রুয়ারিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২৩ রানে নেন এক উইকেট। এরপর আর গোটা আসরে দ্বিতীয় ম্যাচ খেলা হয়নি মোশাররফ হোসেন রুবেলের।

এদিকে দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়ে ছেলেকে নিয়ে একটি আবেগঘন স্টাটাস দিয়েছেন এই স্পিনার।

বৃহস্পতিবার সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে রুবেল লিখেন, বাবা তোমাকে মিস করবো। শুভাকাঙ্ক্ষীরা, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে আসবো সবার মাঝে। ভালোবাসি সবাইকে।

গত সপ্তাহে নিজের ব্রেন টিউমার সম্পর্কে জানতে পারেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার রুবেল। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অ্যাপোয়েন্টমেন্টও (সাক্ষাতের নির্ধারিত সময়) ঠিক করেছেন।

রুবেলের উন্নত চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। ইতোমধ্যে রুবেলের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাসহ বিসিবির বিভিন্ন কর্মকর্তারা। দুঃসময়ে সতীর্থ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেককে পাশে পেয়ে ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ হোসেন রুবেল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছেন। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ খুব বেশি না পেলেও ঘরোয়া ক্রিকেটে তিনি যথেষ্ট সফল একজন ক্রিকেটার।প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৩০৫ রানের পাশাপাশি ৩৯২টি উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ব্যাট হাতে ১৭৯২ রানের পাশাপাশি বল হাতে ১২০টি উইকেট নিয়েছেন মোশাররফ রুবেল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে