বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই বিপর্যয় দেখা দিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বুধবার (১৩ মার্চ) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পর্যন্ত প্রতিষ্ঠানটির বেশিরভাগ সেবা ডাউন হয়ে যায়। ফলে বিশ্বজুড়ে এর কোটি কোটি ব্যবহারকারী ভোগান্তিতে পড়ে।
প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেসবুক চালু হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।সমস্যার কথা স্বীকার করে ফেসবুকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা দেখছি, কিছু ব্যবহারকারী ফেসবুক ও আমাদের অন্য অ্যাপস ব্যবহারেও সমস্যা পোহাচ্ছেন। সমস্যাটি দ্রুততম সময়ে সমাধানে কাজ চলছে।
এই সমস্যা খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয়নি। অল্প কিছু সময়ের মধ্যে তা চিহ্নিত করা গেছে এবং তা ঠিকও হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণেই কিছু সমস্যা হয়েছে”।