চলে গেলেন শিশুসাহিত্যিক হেলেনা খান

ডেস্ক রিপোর্ট

শিশুসাহিত্যিক হেলেনা খান। ফাইল ছবি

আজ বাংলাদেশের সন্ধ্যাকালে চলে গেলেন শিশুসাহিত্যিক হেলেনা খান। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন।

অর্ধশতাধিক বইয়ের লেখক হেলেনা খানের জন্ম ১৯২৩ সালের ২৩ মার্চ। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ২০০৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। একুশে পদক পান ২০১০ সালে।

universel cardiac hospital

এছাড়াও দেশ-বিদেশের অনেক সম্মাননা পেয়েছেন। তার পৈতৃক ভিটা ময়মনসিংহের কলকাতাপাড়া গ্রামে। পিতার নাম মোজাফফর হোসেন ফকির। তিনি ছিলেন এগারো ভাইবোনের মধ্যে সবার বড়ো।

ময়মনসিংহের একসময়কার নামি চিকিৎসক ডা. এ. আর. খানের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হেলেনা খান শিক্ষা ও বিবিধ সমাজকল্যাণমূলক কাজের সঙ্গেও জড়িত ছিলেন।

তার উল্লেখযোগ্য বইয়ে মধ্যে আছে নীল পাহাড়ের হাতছানি, গল্প পড়া ভারি মজা, তুষারমানবী ও সাত বামন, চারটি বেলুন, ভূতের খপ্পরে, ঝিলিমিলি, কিশোর রচনাসমগ্র, বৃত্তের বাইরে, পান্নার জন্য, পাপড়ির রং বদলায়, নির্বাচিত গল্প ইত্যাদি।

হেলেনা খান বিশিষ্ট কবি ও সাংবাদিক আবু হাসান শাহরিয়ারের বড় খালা। মৃত্যুকালে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে