নিউজিল্যান্ডে একদিনের জন্য সব মসজিদ বন্ধ রাখার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে দুটি মসজিদে বন্দুকধারীর হামলার পর দেশটির পুলিশ সব মসজিদ একদিনের জন্য বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।

এছাড়া ইতিমধ্যে চার সন্দেহভাজন হামলাকারীকে আটকের খবর জানিয়েছে দেশটির পুলিশ।

তবে দেশটির পুলিশ নিরাপত্তার জেরে আজকের জন্য দেশের সব মসজিদ বন্ধ রাখার অনুরোধ করেছে।

এছাড়া পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সেখানকার স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে এবং রাস্তায় নামতে নিষেধ করা হয়েছে। সেইসঙ্গে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্কুলও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

নিউল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলা চালায়। এতে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশী ৩জনসহ অন্তত ৪৯ জন নিহত এবং ৪৮ জন গুরুতর আহত হয়েছেন। নৃশংস এই ঘটনায় সারা বিশ্বে নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে