মসজিদে সন্ত্রাসী হামলা : সবার দোয়া চাইলেন মুশফিক

ক্রীড়া ডেস্ক

ছবি : ইন্টারনেট

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর প্রায় শেষের পথে। টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলার জন্য তামিম-মুশফিকরা এখন ক্রাইস্টচার্চে। সেখানে বড়সড় এক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার সময় খুব কাছাকাছিই ছিলেন তারা। তবে শেষপর্যন্ত কোনো দুর্ঘটনা ছাড়াই চলে যেতে পেরেছে নিরাপদ স্থানে। শুক্রবার সকাল বাংলাদেশ সময় ৮টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার পর মুশফিকুর রহিম সবার কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

universel cardiac hospital

মুশফিকুর রহিম ফেসবুকে লিখেন, ‘ক্রাইস্টচার্চে মসজিদের গোলাগুলি থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমরা খুবই ভাগ্যবান ছিলাম। আল্লাহকে ধন্যবাদ। আমরা ঘটনার খুব কাছে ছিলাম এবং এই জিনিসগুলো আর অনুভব করতে চাই না। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

জানা গেছে, শুক্রবার নিউজিল্যান্ডের সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে এক বন্দুকধারী হামলা করে। মসজিদে তখন জুমার নামাজ চলছিল।

এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা সবাই নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে