জিম্বাবুয়ের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এছাড়া ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় ভেসে গেছে বাড়িঘর ও প্লাবিত হয়েছে সেতু।
আজ শনিবার দেশটির তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শুক্রবার ঘূর্ণিঝড় ইদাই মোজাম্বিক, মালাউই ও জিম্বাবুয়েতে আঘাত হানে। ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জিম্বাবুয়ে।
টুইটারে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, চিমানিমানি এলাকার পূর্বে ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
চিমানিমানির পূর্বাঞ্চলীয় জেলার পার্লামেন্ট সদস্য জোশুয়া সাকো জানিয়েছেন, ২০০০ সালের ফেব্রুয়ারিতে ঘূর্ণিঝড় এলিন ধ্বংসের যে স্মৃতি রেখে গিয়েছিল তারই চিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় ইদাই। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোজাম্বিকের সীমান্তবর্তী এলাকা চিমানিমানি ঝড়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে। বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে তীব্র বাতাসের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।