সংগীত উৎসবের আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সংস্কৃতি ডেস্ক

ছবি : সংগৃহিত
ছবি : সংগৃহিত

তৃতীয়বারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ আয়োজন করছে দুই দিনের সংগীত উৎসব। ২০ ও ২১ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবে এই উৎসব। গাইবেন দেশের খ্যাতিমান সব শিল্পী। নৃত্যনাট্য উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা। সংগীত নিয়ে থাকবে সেমিনার ও আলোচনা।

উৎসবের উদ্বোধন ২০ মার্চ বেলা ১১টায়। বেলা আড়াইটায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে গান করবেন শিল্পী রথীন্দ্রনাথ রায়, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, তপন চৌধুরী, অদিতি মহসীন।

শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন ভারতের স্বাগত মুখার্জি, সরোদে যন্ত্রসংগীত পরিবেশন করবেন রাজরূপা চৌধুরী, তবলায় সুবেণ রায়, ধ্রুপদ গাইবেন অভিজিৎ কুণ্ডু। এ ছাড়া সংগীত পরিবেশন করবেন সরকারি সংগীত কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

একই দিন থাকবে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। মণিপুরি নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের নৃত্য পরিচালনায় এ নৃত্যনাট্য উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা। সংগীত পরিচালনা করবেন বিভাগের চেয়ারম্যান অণিমা রায়।

দ্বিতীয় দিন একই সময়ে সাংস্কৃতিক আয়োজনে গান করবেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায়, লাইসা আহমদ লিসা ও প্রিয়াংকা গোপ। বেহালায় যন্ত্রসংগীত পরিবেশন করবেন জার্মান শিল্পী জিমন কার্সপেল, শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন সুপ্রিয়া দাশ, যন্ত্রসংগীত পরিবেশন করবেন বেঙ্গল পরম্পরার শিক্ষার্থীরা। এ ছাড়া নৃত্য পরিবেশন করবে ভারতের বিট্টু নৃত্যগোষ্ঠী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ।

দ্বিতীয় দিন বেলা ১১টায় প্রবন্ধপাঠ ও আলোচনায় অংশ নেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক অসিত রায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ বা ম নুরুল আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে