ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক

মুহিতুর রহমান চৌধুরী
মুহিতুর রহমান চৌধুরী

ইতালিতে সড়ক দুর্ঘটনায়  মুহিতুর রহমান চৌধুরী  নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

তিনি বাংলাদেশ সমিতি সিসিলির সাবেক সভাপতি। পালেরমো আওয়ামী লীগের উপদেষ্টা, পালেরমো বাঙ্গালি কমিউনিটির  প্রিয়মুখ ছিলেন।

universel cardiac hospital

জানা গেছে, তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়। শনিবার রাত আনুমানিক দশটার দিকে  নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে পালেরমোর অন্যতম প্রধান সড়ক  ভিয়া রোমায়  এক  দুর্ঘটনায় নিহত হন।

ইতালীয়ান পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে রাস্তা পার হবার সময় দ্রুতগতির  একটি গাড়িচাপায়  ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার ভয়াবহতার অনুমান করে গাড়ি চালক না থেমেই   ঘঠনাস্থল থেকে পালিয়ে গেছেন।

পুলিশ সড়কের আশেপাশের সিসি ক্যামেরার  ভিডিও ফুটেজ ও দুর্ঘটনার সময় উপস্থিত পথচারীদের তথ্যের ভিত্তিতে এই গাড়ির সন্ধান করছে।  

মুহিতুর রহমান চৌধুরীর মৃত্যুতে পালেরমোর বাঙ্গালি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। মৃত্যকালে তিনি  স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুহিতুর রহমান চৌধুরীর নিহ‌তের সংবাদ পে‌য়ে ইতা‌লি আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক হাসান ইকবাল তাৎক্ষ‌ণিক শোক প্রকাশ ও বি‌দেহী আত্মার শা‌ন্তি কামনা ক‌রেন ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে