ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণালঙ্কারসহ রাজিয়া সুলতানা নামে প্রিমিয়ার ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।
বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউজ সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ৪টার দিকে মালয়েশিয়া থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ওই ফ্লাইটের যাত্রী ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এবং কলাবাগান শাখার ডেপুটি ম্যানেজার ও ব্রাঞ্চ ইনচার্জ রাজিয়া সুলতানা।
গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে থাকা স্বর্ণালঙ্কারগুলো স্ক্যানারে ধরা পড়ে। পরে ঢাকা কাস্টমস হাউজের সদস্যরা তাকে আটক করে।
এসময় তাঁর কাছ থেকে প্রায় এক কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।