৫০০ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবার বিক্রি হয়েছে ৩৭৫ কোটি টাকার ফ্ল্যাট। তবে চট্টগ্রামে রিহ্যাব মেলার শেষ দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।
আজ সোমবার আয়োজকরা এই তথ্য জানান।
নগরের হোটেল র্যাডিসনে ৪ দিনের মেলার শেষ দিন ছিল গতকাল রোববার। সরকারি ছুটির দিন থাকায় দর্শনার্থীর ভিড় বেড়েছিল। মেলায় অংশ নেওয়া আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, দর্শনার্থী সমাগম হলেও ফ্ল্যাট বিক্রি কম হচ্ছে।
এ প্রসঙ্গে রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী বলেন, দর্শনার্থীদের সাড়া ভালো ছিল। কিন্তু যে পরিমাণ আশা করেছিলাম, তা পূরণ হয়নি। তবে কমও হয়নি। এবার ৩৭৫ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বিক্রি হয়েছে।
মেলায় অংশ নেওয়া নাইটফ্রাংক ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মেলায় মধ্যবিত্তরাই বেশি এসেছেন। ১১০০ থেকে ১৫০০ বর্গফুটের ফ্ল্যাটের ক্রেতাই ছিল বেশি।
এদিকে, মেলায় অংশ নেওয়া একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখনো আবাসন ব্যবসায়ীদের ওপর আস্থা ফিরে আসেনি। একটি ভবন নির্মাণ হতে দুই বছর সময় লাগলেও অনেকে পাঁচ বছরেও ক্রেতাদের ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারে না। তাই সাধারণ মানুষ আবাসন ব্যবসায়ীদের এখনো বিশ্বাস করতে পারছে না। তবে ধীরে ধীরে এই আস্থার জায়গাটি তৈরি হচ্ছে। মেলায় মানুষ এসে বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে ধারণা নিচ্ছেন।
এবার ৫৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। গৃহনির্মাণ সমগ্রীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে গৃহঋণ সংস্থা, বিভিন্ন ব্যাংকও মেলায় স্টল দেয়।