চলমান ঢাকা প্রিমিয়ার লিগে নিজ থেকেই খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু আঙুলের চোট থেকে এখনও পুরোপুরে সের ওঠেননি সাকিব। যে কারণে তার খেলা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। বুধবার চিকিৎসকের কাছে হাত দেখাবেন তিনি। চিকিৎসকের অনুমতি পেলেই লিগে খেলতে পারবেন।
ঢাকা লিগে সাকিবের খেলা নিয়ে গতকাল সোমবার মিরপুর শেরেবাংলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সাকিব খেলতে চায়। আমাকেও বলেছে। ২০ মার্চ তাকে ডাক্তাররা দেখবে। এরপর জানা যাবে। এটা পুরোটাই ডাক্তাররা কী বলবে তার ওপর নির্ভর করছে। সত্যি বলতে, ওর প্রিমিয়ার লিগ খেলার কোনো সুযোগই দেখি না।
উল্লেখ্য, বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ-হাতের অনামিকায় চোট পান ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক।