রাজধানীর বসুন্ধরা গেট এলাকার সড়কে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসাতে এক পরিবহন শ্রমিক নিজেই বাসে আগুন ধরিয়ে দিয়েছে। পরে খবর পেয়ে শিক্ষার্থীরা ওই আগুন নেভানোর চেষ্টা চালায়।
আন্দোলন চলাকালে মঙ্গলবার (১৯
মার্চ)
দুপুর
সাড়ে
১২টার
দিক
সুপ্রভাত বাসেরই
এক
হেলপার
হঠাৎ
করে
এসে
বাসে
আগুন
ধরিয়ে
দেয়।
এদিকে
বাসে
আগুন
দেয়া
ওই
শ্রমিককে ধরতে
গেলে
পুলিশ
কৌশলে
তাকে
পালিয়ে
যেতে
সাহায্য করে।
রাজধানীতে সুপ্রভাত বাসের
চাপায়
বাংলাদেশ ইউনিভার্সিট অব
প্রফেশনালসের (বিইউপি)
শিক্ষার্থী আবরার
আহমেদ
চৌধুরী
নিহতে
ঘটনায়
আন্দোলনে রাজপথে
নামে
সহপাঠিরা। মেয়রের
আশ্বাসের পরও
তারা
সড়ক
ছাড়েনি। আন্দোলন অব্যাহত রয়েছে।
তাদের
সঙ্গে
যোগ
দিয়েছে
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এই
অবস্থায় তাদের
ফাঁসাতে ভিন্ন
কৌশল
নেয়
পরিবহন
শ্রমিকরা।
জানা
গেছে,
আগুন
নিয়ে
শিক্ষার্থীরা হতবিহ্বল হয়ে
পড়েন।
এ
নিয়ে
বিইউপি
ও
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে
ভুল
বোঝাবুঝির সৃষ্টি
হয়।
তারা
হাতাহাতিতেও জড়িয়ে
পড়েন।
পরে
শ্রমিকের আগুন
লাগানোর বিষয়টি
ধরা
পড়লে
ভুল
বোঝাবুঝির অবসান
হয়।
এ
সময়
শিক্ষার্থী পানি
এনে
বাসের
আগুন
নেভানোর চেষ্টা
করে।