আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে গত ১০ বছরে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ইতিমধ্যে ৬৬টি সেঞ্চুরি করেছেন কোহলি। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন একশটি সেঞ্চুরির ইতিহাস গড়া কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন কোহলি।
আর সেই কোহলিকেই ছাড়িয়ে যেতে চান ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। এই ইংলিশ ক্রিকেটার বলেন, নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি আমি। শীর্ষে থাকতে কে না চায়। যেমন বিরাট প্রায় প্রতি ম্যাচেই শতরান করছে। তাতেও সে খুশি নয়। আমিও সেই উচ্চতায় নিজেকে নিয়ে যেতে চাই। প্রতি ম্যাচে রান পেতে চাই। এই মানসিকতা নিয়েই ইনিংস শুরু করতে চাই।
ইতিমধ্যেই একদিনের ক্রিকেটে ২২৭ ম্যাচে ৪১টি সেঞ্চুরির সাহায্যে ৫৯.৫৭ গড়ে ১০ হাজার ৮৪৩ রান করেছেন কোহলি। সেই তুলনায় বাটলার ১২৭ ম্যাচ মাত্র সাতটি সেঞ্চুরিতে ৪০.৮০ গড়ে ৩ হাজার ৩৮৭ রান করেন।