সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি দক্ষিণপাড়ের চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ত্রিপলে ঢাকা ট্রাক থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা ট্রাকের চালক ও সহকারী বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন চালক সাহাবুদ্দিন (৫০) ও সহকারী ইলিয়াস (২০)। তাদের বাড়ি নাটোর সদর এলাকায়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া জানান, কিশোয়ান অ্যাগ্রো লিমিটেডের এ ট্রাকটি (চট্টো মেট্রো-উ-১১-০৮২১) ভোর থেকে ওই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
ঘটনাস্থলে শাহজাদপুর থানা পুলিশ ট্রাকের কাউকে না পেয়ে ট্রাকটি চেক করে। এ সময় ট্রাকে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করা করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, ট্রাকটি ঢাকা থেকে নাটোর যাওয়ার পথে দুর্বৃত্তদের কবলে পড়ে। দৃর্বৃত্তরা রাতের কোনো এক সময় দুজনকে শ্বাসরোধে হত্যার পর ট্রাকসহ মরদেহ দুটি শাহজাদপুরের বাঘাবাড়ি দক্ষিণপাড়ের চৌরাস্তার মোড়ে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।