ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী বহিষ্কার

ডেস্ক রিপোর্ট

ছবি : ইসলামী বিশ্ববিদ্যালয়
ছবি : ইসলামী বিশ্ববিদ্যালয়

র‌্যাগিংয়ের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিভাগীয় একাডেমিক সভার সুপারিশক্রমে তাদের ছাত্রত্ব থেকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

universel cardiac hospital

একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সাময়িক বহিষ্কৃতরা হলেন ওই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আদর বিশ্বাস, মাহফুজ আহমেদ নাবিল, মৃদুল পাল লিটন, তানজিলা পারভীন মীম, এসএম আবুল বাশার।

উল্লেখ্য, গত বুধবার বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা ক্লাস শেষ করে শ্রেণীকক্ষে অবস্থান করছিলেন। এসময় অভিযুক্তরা শ্রেণীকক্ষে প্রবেশ করেন এবং নবীন শিক্ষার্থীদের মানসিক নির্যাতন করেন।

পরবর্তীতে এক নবীন শিক্ষার্থী তার অভিভাবককে বিষয়টি অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী তাঁর অভিভাবককে নিয়ে বিভাগে উপস্থিত হন এবং বিভাগীয় সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বিভাগের শিক্ষকরা র‌্যাগিংয়ের সত্যতা পান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে