ক্রাইস্টচার্চে নিহতদের শ্রদ্ধা জানাবে ইংলিশরা

খেলা ডেস্ক

ছবি : সংগৃহিত
ছবি : সংগৃহিত

ক্রাইস্টচার্চে মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ সন্ত্রাসী হামলায় শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশ ক্রিকেটাররা। ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন তাঁরা।

এ ঘটনায় নিহত হয়েছেন নিউজিল্যান্ড জাতীয় ফুটসাল দলের গোলরক্ষক আতা এলায়েন। পাঁচ বাংলাদেশিসহ নিহতের সংখ্যা কমপক্ষে ৫০ জন।

universel cardiac hospital

বন্দুকধারীর গুলিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।তাঁরা জানিয়েছে, ক্রাইস্টচার্চে বন্দুকধারীর হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবে শুক্রবার। সেদিন ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো বাছাইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।

এফএ এক বিবৃতিতে জানিয়েছে, নিউজিল্যান্ডের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে ২২ মার্চ। সেদিন ইউরো বাছাইয়ে ইংল্যান্ড মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের। ক্রাইস্টচার্চের ঘটনায় আমরা প্রত্যেককে স্মরণ করব, যারা এই মর্মান্তিক ঘটনায় আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে