গুগলকে ১.৬৮ বিলিয়ন ডলার জরিমানা

ডেস্ক রিপোর্ট

গুগল
ফাইল ছবি

বিশ্বের সর্ব বৃহৎ সার্চ ইঞ্জিন ‘গুগল’কে ১৪ হাজার ৪০০ কোটি টাকা (১.৬৮ বিলিয়ন ডলার) জরিমানা করেছে ইউরোপীয় কমিশন।

গতকাল বুধবার বেলজিয়ামের রাজধানী ব্যাসেলসে এক সংবাদ সম্মেলনে এ জরিমানার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনার মার্গারেট ভেস্টাজার।

২০১৮ সালে প্রতিষ্ঠানটিকে প্রায় ৪০ হাজার কোটি টাকা ও ২০১৭ সালে প্রায় ৩০ হাজার কোটি টাকা জরিমানা করেছিল ইউরোপীয় কমিশন।

ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে পতিযোগী প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে অনৈতিকভাবে পেছনে রাখার অভিযোগে গুগলের মূল প্রতিষ্ঠান ‘অ্যালফাবেট’কে এ জরিমানা করা হয়েছে।

জরিমানার অংশ নির্ধারণে ২০১৮ সালে গুগলের মোট লেনদেনের ১ দশমিক ২৯ ভাগ ধার্য করা হয়েছে। এর পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার।

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে