পরিবহনখাতের দুর্নীতি বন্ধ না হলে দেশের সড়ক নিরাপদ হবে না

রাজনীতি ডেস্ক

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সংগৃহিত
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সংগৃহিত

পরিবহনখাতের দুর্নীতি বন্ধ না হলে দেশের সড়ক নিরাপদ করা যাবে না বলে জানিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মো. রেজাউল করিম।

আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনের ঢাকা মহানগরের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, দেশের কোমলমতি শিশু-কিশোরেরা নিরাপদ সড়কের দাবিতে বারবার আন্দোলন করছে, কিন্তু সরকার তাদের দাবি বাস্তবায়ন করতে পারছে না। আর এটা এ সরকার বাস্তবায়ন করতে পারবেও না। কেননা, প্রশাসনের লোকেরা এসব কাজের সঙ্গে জড়িত।

তিনি আরো বলেন, যাদের ওপর ভর করে সরকার টিকে আছে; এ কারণে আমরা দেশবাসীকে নীতির পরিবর্তনের জন্য ইসলামি রাষ্ট্র কায়েমের আন্দোলনে সমর্থন, অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

সংগঠনের ঢাকা মহানগর উত্তরের আমির হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদের সভাপতিত্বে নগর সম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন-সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুচ আহমাদ, যুগ্মমহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আশরাফুল আলম প্রমুখ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে