কলমাকান্দায় ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা শুরু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :

ছবি : শেখ শামীম

আজ বৃহস্পতিবার দোলযাত্রা উপলক্ষে নেত্রকোনার কলামাকান্দায় লেংগুড়া ইউনিয়নের সীমান্তবর্তী গোপালবাড়ী চেংগ্নী গ্রামে ৫ দিনব্যাপী চেংগ্নী মেলা শুরু  হয়েছে ।

মেলায় ক্ষুদ্র, মাঝারি ও বড় ধরনের হাজার খানেক দোকান, হরেক রকমের জিনিস সাজানো। ব্যস্ত সময় যাচ্ছে দোকানিদের। নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন মেলায় আসছে।

ভারত সীমান্তঘেঁষা এ মেলায় ওপারের তরুণ-তরুণীরা দল বেঁধে সীমান্ত পারি দিয়ে মেলায় আসে। সারাদিন মেলায় কাটিয়ে সন্ধ্যার আগেই ফিরে যায় তারা। নীরব বাঁধার প্রাচীর অতিক্রম করে সৃষ্টি করে তারা এপার-ওপারের আদিবাসীসহ সকলের মধ্যে মৈত্রীর বন্ধন। 

চেংগ্নী পূজামন্ডপ এর সভাপতি ও মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সজল চন্দ্র হাজং বলেন, ১৭৩ বছর ধরে আমাদের পূজামণ্ডপে পূজা হয়। মণ্ডপের সামনে বিভিন্ন অঞ্চল থেকে আসা কীর্ত্তনীয়া দল হরিনাম সংকীর্তন পরিবেশন করে। হাজং সম্পদায়ের বিপুল সংখ্যক ভক্ত, নারী-পুরুষ হরিনাম সংকীর্তন শোনেন। দোল পূজা উপলক্ষে প্রতি বছরই আমাদের এখানে মেলা বসে।

এ বিষয়ে কলামাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন এ মেলাকে ঘিরে  একটি পুলিশ দল মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও  মেলায় যাতে কোনো অনৈতিক ও  অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে  সাদা পোষাকে পুলিশ নজরদারি আছে, অব্যাহত থাকবে। 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে