জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন তিনি আগেও আওয়ামী লীগে ছিলেন, এখনও আছেন।
আজ শুক্রবার (২২ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন
প্রশ্নের জবাবে তিনি এসব কথা
বলেন।
তিনি বলেন, আমি আগেও আওয়ামী
লীগে ছিলাম, এখনও আওয়ামী লীগে
আছি। আমি জাতীয় ঐক্যফ্রন্ট
থেকে নির্বাচন করলেও আওয়ামী লীগ আমাকে বহিস্কার
করেনি বা আমি আওয়ামী
লীগ ছেড়ে যাইনি। তাই
জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হয়েও
আমি শপথ নিয়েছি।
সুলতান মোহাম্মদ মনসুর জোর দিয়ে আরো
বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত অন্য
সংসদ সদস্যরাও শপথ নিবেন এবং
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসবেন।
এ সময় মৌলভীবাজার জেলা
গণফোরামের সভাপতি মোতাহের আলম, জেলা শ্রমিক
লীগের যুগ্ম আহবায়ক এম এ মোহিত,
কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অজয় দাস, যুগ্ম-আহবায়ক হুসেন মুনসুর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন সরদার, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ
এম.পির নির্বাচনী এলাকার
ভোটাররা উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য
সুলতান মোহাম্মদ মনসুর বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে ফাতেহা পাঠ ও বিশেষ
মোনাজাতে অংশ নেন তিনি।